রবিবার, ২৫-মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
  • জাতীয়
  • »
  • রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁদের চাপা দিলে তাঁরা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শীর্ষনিউজ/এনআরএফ