
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০২:১২ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজকের দৃশ্যপট ছিল খানিকটা ব্যতিক্রমী। বছরের পর বছর ধরে চলা রীতি ভেঙে, সভা শেষে কোনো সাংবাদিক ব্রিফিং হলো না। এর পরিবর্তে হঠাৎ করেই শুরু হয় উপদেষ্টা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক—যেখানে প্রবেশাধিকার ছিল শুধু উপদেষ্টাদের।
শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। আপনাদের পরবর্তী সময়ে একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।
গত দুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শীর্ষনিউজ/এনআরএফ