০১:৫৪ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই : প্রেস সচিব

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং এ নিয়ে বিদেশি কোনো চাপ নেই। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন নয়, বিভিন্ন সংস্কার কার্যক্রমেও কাজ করছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজন করবেন। মানি লন্ডারিং নিয়ে সরকার নিয়মিত কাজ করছে এবং বিদেশে সম্পত্তি জব্দ হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না, তবে সেখানে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শেয়ারবাজারেও সংস্কার চলছে, এবং কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, টেকসই উন্নয়নের লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর আদায় বাড়িয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি।

শীর্ষনিউজ/এনআরএফ