শীর্ষনিউজ, ঢাকা : আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা পূর্ণ করেছে আর্সেনাল । ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল উত্তর লন্ডনের ক্লাবটি। এই জয়ে লিগের চলতি মৌসুমে রানার্সআপ হওয়া প্রায় নিশ্চিত হয়েছে তাদের।
রোববার (১৮ মে) ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে গানার’রা।
এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে আর্সেনাল। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিক ফরোয়ার্ডরা। গোলশুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য দ্রুতই গোলের দেখা পায় আর্সেনাল। ম্যাচের ৫৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডেক্লান রাইসের জোড়াল শটে বল জড়ায় জালে। স্বাগতিকরা পায় ১-০ গোলের লিড।
এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৪ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
শীর্ষনিউজ/এনআরএফ