১১:৩৮ অপরাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

৮ বছর পর পুলিশের ৩৪তম বিসিএসের নতুন কমিটি

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৮:১৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি মহিউদ্দীন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

সোমবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের লাইব্রেরি মিলনায়তনে ৩৪ বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জনাব আবু সুফিয়ান, অতিরিক্ত এসপি, পুলিশ হেডকোয়ার্টার্স। সভায় ৩৪ বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। এবং ঐক্যমতের ভিত্তিতে উপরোক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিতরা আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান। সহ-সভাপতি পদে ডিএমপির গোয়েন্দা বিভাগের এডিসি মো. সুমন মিয়া, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ। এছাড়া, যুগ্ম-সম্পাদক পদে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ‍পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি নাজমুল হাসান, জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী।

সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপির এডিসি কাজী আবু সাইদ। কোষাধ্যক্ষ পদে ডিএমপির এডিসি মো. মাহমুদুল হাসান চৌধুরী। এবং দপ্তর সম্পাদক পদে ডিএমপির এডিসি মো: আমিনুল ইসলাম তরফদার নির্বাচিত হয়েছেন।

কমিটির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এই কমিটি জুলাই স্পিরিট কে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।

সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।

আর সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।

কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাইদ বলেন, জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।

শীর্ষনিউজ/ এ. সাঈদ