০৪:০৮ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫

রিয়ালের রাডারে রায়া-ভারব্রুগেন

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন

শীর্ষ নিউজ, মাদ্রিদ : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তার গোলবারের সৈনিক থিবো কর্তোয়াকে আর রাখতে চাইছেন না। স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক থাকছে না এই গোলবার প্রহরীর। তার বদলে অন্য কিছু ভাবছে স্পেনের এই ক্লাবটি। আর এক্ষেত্রে তাদের রাডারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলা ২২ বছর বয়েসী ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন।

স্কাই স্পোর্টসের ভাষ্য অনুযায়ী, বয়স বাড়তে থাকা থিবো কর্তোয়াকে বিদায় জানাতেই হবে খুব শীঘ্রই। তার বদলে রিয়াল মাদ্রিদের দরকার দীর্ঘমেয়াদি এক বিকল্প।

সী-গালসদের হয়ে এ মৌসুমে ৩৪ ম্যাচে ৮৭টি সেইভ দিয়েছেন ভারব্রুগেন। ক্লিনশিট রেখেছেন ৭ ম্যাচে। লং বলে দারুণ সিদ্ধহস্ত ভারব্রুগেন। আছে এক অ্যাসিস্টও। 

কেবল ভারব্রুগেনেই নজর দিচ্ছে না রিয়াল মাদ্রিদ। তাদের নজরে আছেন আর্সেনালের ড্যাভিড রায়া। মৌসুমের প্রায় পুরোটা সময় দারুণ ধারাবাহিক ছিলেন রায়া। আর্সেনাল কোনো শিরোপা না পেলেও রেসে ছিল লম্বা সময় ধরে। তার পেছনে অনেকটাই কৃতিত্ব পাবেন রায়া। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন তিনি। 

 রায়া এবং ভারব্রুগেনের মধ্যে কে রিয়াল মাদ্রিদে আসতে পারেন, তা নিয়ে অবশ্য স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে লস ব্লাঙ্কোসদের রাডারে থাকছেন দুজনেই। 

শীর্ষ নিউজ/ এনআরএফ