০২:৫৭ পূর্বাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

৩ উইকেট নিয়ে আইফোন জিতলেন রিশাদ

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। দুইজন মাঠে পারফর্ম করলেও এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। এর মধ্যে গতকাল (শুক্রবার) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়ে লাহোরকে ফাইনাল তুলেছেন রিশাদ হোসেন।  বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে এদিন ৯৫ রানে হারিয়েছে লাহোর।  

 লাহোর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা ভালো পারফর্ম করা চারজনকে আইফোন উপহার দেন। একে একে এই পুরস্কারের জন্য নাম ঘোষণা করেন ৩ উইকেট নেওয়া পেসার সালমান মির্জা, ২৫ বলে ৫০ রান করা মোহাম্মদ নাঈম ও ৩৫ বলে ৬১ রান করা কুশল পেরেরার ও সবশেষে লাহোরের মালিক রিশাদকে ডেকে নেন।  

৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করা বাংলাদেশি এই তারকাকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) শাহীন আফ্রিদির লাহোর টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে রিশাদ, শাহিন ও সালমান মির্জার বোলিয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাদাব খানের ইসলামাবাদ। ১৫.১ ওভারেই তারা ১০৭ রানে গুটিয়ে যায়।
শীর্ষনিউজ/এনআরএফ