১০:০৪ অপরাহ্ন বৃহস্পতিবার, ২২-মে ২০২৫

কানে মাথাভর্তি সিঁদুর পরে যে জবাব দিলেন ঐশ্বরিয়া

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০১:০২ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : হিন্দু শাস্ত্র মতে, স্বামীর মঙ্গলকামনায় সিঁদুর পরেন নারীরা। অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও টানাপোড়েন নয়, বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তাঁরা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার এভাবেই দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পরনে দুধসাদা ও সোনালীর মিশেলে বেনারসি শাড়ি। মাথাভর্তি সিঁদুর। গলায় রুবি পাথরের হার।  অনেকদিন ধরেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। এরই মাঝে মাথাভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি যেন নিন্দুকদের উপযুক্ত জবাব বলেই দেখছেন অনুরাগীরা।

কান চলচ্চিত্র উৎসবে গাড়ি থেকে নামামাত্রই ভক্তরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাঁকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন তিনি। 

বিচ্ছেদ জল্পনা মিথ্যা প্রমাণ করতে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

কানের মঞ্চে এর আগেও অনেকবার দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে সিঁথিতে সিঁদুর পরে এবারই প্রথম। বিচ্ছেদ জল্পনার মাঝে ‘বধূবেশে’ ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই গিয়েছেন অনুরাগীরা। 

এদিকে, ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি। 

ভারতীয় গণমাধ্যমে খবর, অভিনেত্রীর গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মালহোত্রা। এই পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে হিরা বসানো। সঙ্গে নজর কেড়েছে তাঁর রেনেসাঁ অব রুবিস স্টেটমেন্ট আংটিটিও।

শীর্ষনিউজ/এনআরএফ