০২:১৪ পূর্বাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

ডিবেট প্রিমিয়ার লিগ আয়োজন জেএনইউডিএসের

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৪:০৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, জবি প্রতিনিধি: ‘বিতর্কে শাণিত চৈতন্য’ স্লোগানে, ডিবেট প্রিমিয়ার লীগ আয়োজন করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের ৩৬ টি দল অংশ নেয়।

২৩শে মে, শুক্রবার দিন ব্যাপী, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক  ভবন, অবকাশ ভবন ও শহীদ সাজিদ ভবনের নিচতলায় মোট ১৮টি ভেনুতে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।

ডিবেটিং সোসাইটি সূত্রে জানা যায়, এ বিতর্ক প্রতিযোগিতায় ৩৬টি দলে ১০৮ জন বিতার্কিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ৪০ জন মতো বিচারক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। 

বিতর্কের বিষয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির বলেন, ৩৬ টি টিম হতে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনালে উত্তীর্ণ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক হবে, ঈদের পর হবে ফাইনাল।

ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, টুর্নামেন্টের পরিসর বড় হওয়ায় বিচারকের সংখ্যাও বেশি রাখা হয়েছে। মান বজায় রাখতে বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকদের বিচারক হিসেবে নেয়া হয়েছে।

শীর্ষনিউজ/এওয়াই