০৪:১০ পূর্বাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিবিরের আল্টিমেটাম

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শনিবার (২৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ আল্টিমেটাম দেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ।
ফরহাদ বলেন, ‘ভিসি স্যারের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার অগ্রগতি জানানো, ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে উনাদের প্রতি সম্মান রেখে অনশনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।’

তিনি বলেন, ‘প্রশাসনের বক্তব্য অনুযায়ী ডাকসু নির্বাচনের বিষয়ে উনারা ইতিবাচক ও নির্বাচন কমিশনের খসড়াও প্রস্তুত। সুতরাং বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা আগামী তিন কার্য দিবস অর্থাৎ ২৭ মে পর্যন্ত যথেষ্ট মনে করছি। এ সময়ের ভেতরে সাম্য হত্যার বিচারের সন্তোষজনক অগ্রগতি এবং ডাকসুর নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণায় প্রশাসনের অবহেলা পরিলক্ষিত হলে আগামী বুধবার (২৮ মে) থেকে কঠোর কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ।’

এদিকে, শনিবার বিকেলে ডাকসুর দাবিতে অনশনরত তিন শিক্ষার্থীর সাথে দেখা করেন ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

এ সময় ভিসি আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে তাদের আশ্বাস দেন। পরবর্তী সময়ে তার কথায় আশ্বস্ত হয়ে অনশন ভাঙেন অনশনরত তিন ছাত্রনেতা।

শীর্ষনিউজ/এ. সাঈদ