বুধবার, ২১-মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
  • অপরাধ
  • »
  • দোহারে তরুণের হাত-পায়ের রগ কেটে হত্যা

দোহারে তরুণের হাত-পায়ের রগ কেটে হত্যা

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৪:০১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর খরিয়া গ্রামে রাফি করিম খান (২৫) নামের এক তরুণের হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও নিহত তরুণের স্বজনেরা জানান, সোমবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশে একটি দোকানে যান রাফি। এরপর আর বাসায় ফেরেননি। রাত একটার দিকে তাঁর মাকে একটি মুঠোফোন থেকে ফোন করে জানানো হয়, শাইনপুকুর মাঠে রাফির নিথর দেহ পড়ে আছে। স্বজনেরা হাত-পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। রাফি করিম শাইনপুকুর খরিয়া গ্রামের মাসুদ করিম খানের একমাত্র ছেলে।

স্থানীয় লোকজনের ধারণা, মাদকসংক্রান্ত ঘটনার জেরে হয়তো তাঁকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাফি মা–বাবার একমাত্র ছেলে। বাবা অনেক সম্পত্তির মালিক। বাবার মৃত্যুর পর রাফিই সব দেখভাল করতেন। ওই সম্পত্তি গ্রাস করতে কোনো চক্র এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নির্বাক মা আনোয়ারা খানম। ছেলের মৃত্যুর পর থেকে আহাজারি করছেন। তিনি বলেন, ‘প্রায় সাত বছর আগে স্বামীকে হারিয়ে তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার করছিলাম। আমার ছেলেকে যারা এভাবে মেরেছে, তাদের বিচার চাই।’

রাফির ছোট বোন মুন আক্তার একটি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভাই হত্যার বিচার চেয়ে তিনি বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যার জন্য হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, রাফি হাসপাতালে একটি অডিও বার্তায় সব বলে গেছেন বলে জানান। পুলিশ বলেছে তদন্তের স্বার্থে এখনই প্রকাশ না করতে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হয়তো বিকেলে আসবে। দাফন শেষে পরিবারের লোকজন থানায় এসে এজাহার দেবেন বলে জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরম গ্রেফতারের বিষয়ে পুলিশ কাজ করছে।

শীর্ষনিউজ/এ. সাঈদ