
shershanews24.com
প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৯:০২ পূর্বাহ্নশীর্ষনিউজ, ঢাকা: মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হেরে গেল দিল্লি ক্যাপিটালস। গুজরাট নিশ্চিত করল প্লে-অফ। মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে তার প্রথম ম্যাচ খেলেছেন তিনি।
অরুন জেটলি স্টেডিয়ামে গুজরাটের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি। স্বাগতিকদের দেওয়া ২০০ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই টপকে গেছে গুজরাট। অবিশ্বাস্য জয়ে টেবিলের শীর্ষে ওঠার সঙ্গে সবার আগে প্লে-অফেও জায়গা নিশ্চিত করে ফেলেছে শুবমান গিল-সাই সুদর্শনরা।
দুই ওপেনার গিল ও সাই সুদর্শন গুজরাটকে জিতিয়ে মাঠ ছাড়েন। সুদর্শন ৬১ বলে ১০৮ (১২ চার ও ৪ ছক্কা) রানে অপরাজিত থাকেন। গিল খেলেন হার না মানা ৫৩ বলে ৯৩ রানের (৩ চার ও ৭ ছক্কা) ইনিংস।
দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলিং করেন মোস্তাফিজ। ৩ ওভারে ৮ গড়ে ২৪ রান দেন বাঁহাতি টাইগার পেসার। বাকি সবার রান খরচের গড় ছিল মোস্তাফিজের চেয়ে বেশি।
এর আগে ব্যাট হাতে ফাফ ডু প্লেসিকে নিয়ে দিল্লির ইনিংস ওপেন করেন লোকেশ রাহুল। ডু প্লেসি মাত্র ৫ রান (১০ বলে) করে আউট হন। দ্বিতীয় উইকেটে অভিষেক পোরেলকে নিয়ে ৯০ রানের জুটি করেন রাহুল। ১৯ বলে ৩০ রান করে আউট হন পোরেল।
তৃতীয় উইকেটে রাহুলের সঙ্গে ৪৫ রানের জুটি করে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল (১৬ বলে ২৫)। চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিল্লিকে বড় পুঁজি এনে দেন রাহুল ও ত্রিস্টান স্টাবস।
রাহুল ৬৫ বলে ১১২ রানের (১৪ চার ও ৪ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেন। তার সঙ্গে ১০ বলে ২১ অপরাজিত থাকেন স্টাবস।
গুজরাটের হয়ে একটি করে উইকেট শিকার করেন আরশাদ খান, প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর।
শীর্ষনিউজ/এনআরএফ