সোমবার, ১২-মে ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
  • খেলা
  • »
  • এবার ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান

এবার ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান

shershanews24.com

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক :  পিএসএলের পরে এবার আরও তিন ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ এবং আন্তঃজেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ এই তিন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে বলে জানায় পিসিবি। 

পিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই তিন টুর্নামেন্ট আবার চালু করা হবে, আর খুব দ্রুতই টুর্নামেন্টের বাকি অংশের সূচিও প্রকাশ করা হবে। তবে সেটা ঠিক কবে থেকে এই আভাস এখন পর্যন্ত দেয়া হয়নি। 

এর আগে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে দুই দেশের ক্রিকেটেই নেমে এসেছে স্থবিরতা। ভারতে আইপিএল এবং পাকিস্তানে পিএসএলের আসর বন্ধ করা হয়েছিল। তথ্যসূত্র ডন

শীর্ষ নিউজ/ এনআরএফ