
shershanews24.com
প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৫:০৯ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকাঃ ৮০০ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধান মোশাররফ হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা। নাজরান ফিসারীজ এন্ড এগ্রো বিডি লিমিটেডের ১৫ হাজার বিনিয়োগকারীকে নিস্ব করেছে এ মোশাররফ গং চক্র।
রোববার (১৮ মে ) বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাজরানে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী পুঁজি উদ্ধার আন্দোলন ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সভাপতি মিজানুর রহমান বলেন, নাজরান ফিসারীজ এন্ড এগ্রো বিডি লিমিটেডের মোশাররফ হোসেন মৃধা ও তার সহচররা ১৫ হাজার বিনিয়োগকারীর ৮০০ (আট শত) কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছেন। আমরা বিনিয়োগকারীরা টাকা ফেরত পেতে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই।
তিনি আরও বলেন, কোম্পানির অধিকাংশ বিনিয়োগকারীই সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাদের চাকরির কষ্টের সমুদয় পেনশনের ও জমাকৃত টাকা বিনিয়োগ করেছিলেন এ কোম্পানিতে। বিনিয়োগকারীর মধ্যে কিছু অত্যন্ত দরিদ্র্য শ্রেনীর মানুষও আছে।
মিজান বলেন, আসামিরা সুদমুক্ত হালাল রুজির স্বপ্ন দেখিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করেন। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি মাওলানা হাবিবুল্লাহ আজহারীকে তাদের এ প্রতারণার কাজে নিয়োগ দিয়েছিলেন। সরলমনা বিভিন্ন বাহিনীর মানুষ ও বেসামরিক লোকজন তাদের প্রতারণার ফাঁদে পরে আজ জীবনের সমুদয় সঞ্চিত টাকা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু আসামিরা এখনও গ্রেফতার হয়নি এবং ধরাছোঁয়ার বাহিরে। অভিযোগকারীরা দ্রুত প্রতারকচক্রকে গ্রেফতারের দাবি জানান এবং তাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি ফেরত চান।
শীর্ষনিউজ/এওয়াই