রবিবার, ২৫-মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
  • অন্যান্য
  • »
  • রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে মানববন্ধন

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৫:৩১ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: শনিবার (২৪ মে ২০২৫ ) সকাল ১০ টায় মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মুগদা মেডিকেল কলেজ এর সামনে মান্ডা ও মানিকনগরে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে স্থানীয়রা জানান, মান্ডা ও মানিকনগরে শত শত বাড়ি ও ভাড়াটিয়ারা দীর্ঘ ৪ বছর ধরে গ্যাস সংকটে ভুগছে। 

ভুক্তভোগীরা আরও বলেন, গত বছর রাতে কিছু এলাকায় গ্যাস থাকলেও বর্তমানে ২৪ ঘন্টাই গ্যাস থাকে না। কিন্তু গ্যাসবিহীন অবস্থায় গ্যাস বিল  ঠিকই পরিশোধ করতে হচ্ছে। এ মহাসংকটে বেশ কয়েকবার এলাকাবাসী মতিঝিল অফিসে ধর্না দিলেও কেবল আশ্বাস মিলে, কিন্তু সমাধাণ আজও হয়নি। যার ফলে ভাড়াটিয়ারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। প্রায় সময়ই সকল বাড়িতে ভাড়ার নোটিশ ঝুলে থাকে। এতে করে বাড়ীওয়ালার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। উক্ত এলাকায় গ্যাস ছাড়া জীবন-যাপন দুর্বিসহ হয়ে পড়েছে। 

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ী করেছেন, কিন্তু গ্যাস না থাকার কারণে ভাড়াটিয়ারা চলে যাচ্ছে, এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাড়ীর মালিকরা। ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না বাড়ীর মালিকরা। মানববন্ধন থেকে মান্ডা ও মানিকনগরে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও জ্বালানী উপদেষ্টার হস্তাক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খোরশেদ আলম, আবদুস সালাম, হুমায়ুন নেওয়াজ ভূঁইয়া, সেলিম আমানউল্লাহ, গোলাম মোস্তফা কাজল প্রমুখ। উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

শীর্ষনিউজ/এওয়াই