মঙ্গলবার, ২০-মে ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
  • আন্তর্জাতিক
  • »
  • ভারতীয় বিভিন্ন সংস্থার মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ভারতীয় বিভিন্ন সংস্থার মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

shershanews24.com

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৮:৩৯ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।  খবর দ্য ইকোনোমিক টাইমস’র।

স্থানীয় সময় গতকাল সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই নিষেধাজ্ঞা তাদের ওপর প্রযোজ্য যারা “ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবপাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় কারা পড়েছেন ?
বিবৃতিতে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস ভারতে এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে যারা মানবপাচার, অবৈধ অভিবাসন ও চোরাপথে মানুষ পাঠানোর সঙ্গে যুক্ত।

কীভাবে কার্যকর হবে নিষেধাজ্ঞা?
• ভিসা ওয়েভার প্রোগ্রামেও প্রভাব পড়বে — অর্থাৎ, যাদের ভিসা ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার থাকার কথা, তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
• যুক্তরাষ্ট্র বলছে, যারা এইসব মানবপাচার চক্রের সঙ্গে জড়িত, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং ভবিষ্যতে নিষিদ্ধ করা হতে পারে।
ট্যামি ব্রুস বলেন, “যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের আইন-শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য।”
ট্রাম্প প্রশাসনের অবস্থান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রশাসন অভিবাসনের ওপর কঠোর অবস্থান গ্রহণ করেছে। হাজার হাজার অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে আদালতের রায় উপেক্ষা করেও দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসগুলোর পক্ষ থেকে সতর্কবার্তা
বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার সতর্কতা জারি করছে— “আপনার ভিসার মেয়াদ অতিক্রম করবেন না। অন্যথায় আপনাকে ডিপোর্ট করা হতে পারে এবং স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।”

শীর্ষনিউজ/এনআরএফ