
sheershanews.com
প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০১:০০ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েল এককভাবে সক্ষম নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার (২৪ মে) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ ও ইরান প্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান ইরান-মার্কিন পরোক্ষ পারমাণবিক আলোচনা প্রসঙ্গে কথা বলার সময় কেরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়ে ইসরায়েলের হুমকির কথাও উল্লেখ করেন।
জন কেরি বলেন, “আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমাধান বের করতে পারবেন। সম্ভাব্য সর্বোত্তম চুক্তির পথেই তিনি এগোচ্ছেন।”
তিনি আরও বলেন, “ইসরায়েল একা ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না। যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন না পায়, তাহলে তেহরানে হামলা চালানো ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তাছাড়া, সামরিক শক্তির বিচারে ইরান নিজেই একটি শক্তিধর রাষ্ট্র। ফলে কেবলমাত্র আলোচনার মাধ্যমেই টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব।”
শীর্ষনিউজ/এনআরএফ