শনিবার, ২৪-মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন
  • শিক্ষা
  • »
  • রাবিপ্রবি-তে কর্মী ব্যবস্থাপনায় আবেগগত বুদ্ধিমত্তা ও সমন্বয় দক্ষতা একটি অনিবার্য  চাহিদা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাবিপ্রবি-তে কর্মী ব্যবস্থাপনায় আবেগগত বুদ্ধিমত্তা ও সমন্বয় দক্ষতা একটি অনিবার্য  চাহিদা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে Emotional intellligence and coordination skill : Inevitable needs for personnel management (কর্মী ব্যবস্থাপনায় আবেগগত বুদ্ধিমত্তা ও সমন্বয় দক্ষতা একটি অনিবার্য চাহিদা’) শীর্ষক সেমিনার আজ শনিবার (২৪ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। সেমিনারে রাবিপ্রবির সকল বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরাসহ উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ