শনিবার, ২৪-মে ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
  • অর্থনীতি
  • »
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ৫ হাজার ১৭৮ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন কমেছে ৫ হাজার ১৭৮ কোটি টাকা

shershanews24.com

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২২ মে) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১৭৯ কোটি ৭ লাখ টাকা।

শনিবার (২৪ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.১০ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৮৮ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৮.০২ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৩২.৩৬ পয়েন্ট বা ৩.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৮৯ কোটি ৯৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩৯৪ কোটি ৯২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৭২১ কোটি ৮০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি ৭৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩২টির, দর কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২৩টির। তবে লেনদেন হয়নি ২৩টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৭২ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.৭৪ শতাংশ কমে ১১ হাজার ৪১২ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.৮০ শতাংশ কমে ৮ হাজার ১৭৩ পয়েন্টে, সিএসআই সূচক ০.৮৩ শতাংশ কমে ৮৬১ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১.৩৭ শতাংশ কমে ১ হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২০৫ কোটি ৬১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৯৮৮ কোটি ৭ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৭৮৩ কোটি ১৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৮১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৪৮ লাখ  টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার ও ইউনিট দর।

শীর্ষনিউজ/ বান্না