শুক্রবার, ২৩-মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন

পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার -৪

shershanews24.com

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, খুলনা: খুলনার পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার জনকে গ্রফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে পুলিশের চৌকস টিম পৃথক অভিযান পরিচালনা চালিয়ে নিয়মিত মামলার নং ১০ তারিখ ১৪/০৫/২৫ এর আসামী মোহাম্মদ জাহাঙ্গীর গাজী( ৫৪) পিতা মৃত্যু মোজাম্মেল ওরফে মোজাহার গাজী গ্রাম -সোনাডাঙ্গা ফেরিঘাট মোড় গগন বাবু রোড খুলনা,মামলা নং -৬ তারিখ ২২/০৮/২৪ ভবেন্দ্র দফাদার পিতা-নেপাল দফাদার গ্রাম-আন্দার মানিক, পাইকগাছা।

লতা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জিআর-২৭৩ (ক)/২২ মোহাম্মদ আজহারুল ইসলাম পিতা-আব্দুল সরকার,পাতড়াবুনিয়া, পাইকগাছা। বাবু দাস, পিতা অতুল দাস, সরল, পাইকগাছাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর