শুক্রবার, ২৩-মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

shershanews24.com

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৫:১০ অপরাহ্ন

আসিফ কাজল, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে সেমিনারের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। উপজেলা প্রশাসন সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের।   

অনুষ্ঠানে প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির ভূক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়। সেমিনারের ট্রেইনার হিসাবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকের পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ঝিনাইদহ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, ঝিনাইদহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরবসহ অন্যান্যরা।

সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার, কুমার, নাপিত, জেলে হস্তশিল্প কারিগরসহ বিভিন্ন জনগোষ্ঠী অংশ নেয়।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে