
shershanews24.com
প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৪:৪২ অপরাহ্নশীর্ষনিউজ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর আলমপাড়া এলাকার ওয়াশিম আকরামের খড়ির ঘর থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্বার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ওয়াসিম আকরামের খড়ির ঘরে মেছো বাঘের উপস্থিতি ঠের পেয়ে স্থানীয়দের সহায়তায় বাচ্চা উদ্বার করেন বাড়ির লোকজন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাচ্চাগুলোকে দেখার জন্য স্থানীয় লোকজন ভীড় জমান তাদের বাড়িতে।
স্থানীয় বাসিন্দাদের ধারনা, মেছো বাঘটি সীমান্ত এলাকা থেকে পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। লোকালয়ে আসার পরে এই ঘরে নিরাপদ আশ্রয় পেয়ে বাচ্চা প্রসব করেছে।
বাড়ির মালিক ওয়াশিম জানান, ‘সকালে খড়ের ঘর ভাঙতে গেলে সেখানে মেছো বাঘের অস্তিত্ব টের পান। তাদের উপস্থিতি পেয়ে বাঘটি বাচ্চা রেখে পালিয়ে যায়। পরে সেখানে তিনটি বাচ্চা ছিলো। ধরতে গেলে একটি বাচ্চা পালিয়ে যায়। দুটি বাচ্চা উদ্বার কর বন বিভাগের কর্মকর্তাদের জানালে তারা এসে বাচ্চা দুটি দেখেছেন। তবে বাচ্চাগুলো বেশি ছোট থাকায় খড়ের ঘরে রেখে দিতে বলেছেন। ’
দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বদেশ্বরী বিটের বিট কর্মকর্তা এস এম নূর জানান, মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধারের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ দিনাজপুরের সিংড়া ফরেষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। বাচ্চা দুটিকে রাতে খড়ের ঘরে রেখে দিতে বলেছি। যদি রাতে মা এসে নিয়ে যায় তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে। যদি না নিয়ে যায় তাহলে শুক্রবার সকালে আমরা সিংড়া ফরেষ্টে হস্তান্তর করবো।’
শীর্ষনিউজ/এ. সাঈদ