শুক্রবার, ২৩-মে ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • রাজবাড়ীতে পৌরবাসীর দূর্ভোগ লাঘবে জামায়াতের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

রাজবাড়ীতে পৌরবাসীর দূর্ভোগ লাঘবে জামায়াতের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৮:১২ অপরাহ্ন

শীর্ষনিউজ, রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের প্রধান দুটি সড়কের একটি হাসপাতাল সড়ক। এ সড়কটি ভাঙ্গাচোরা ও গভীর গর্তে চলাচলের অযোগ্য হয়ে পরেছে এবং পাবলিক হেলথ এলাকায় জমছে হাটু পানি, ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। এই জমে থাকা পানির দূর্ভোগ থেকে হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখা। তারা বৃহস্পতিবার দুপুরে নিজ উদ্যোগে পানি নিস্কাশনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা। 
সরেজমিনে দেখা যায়, এ সড়কটির দুপাশে রয়েছে রাজবাড়ী সদর হাসপাতাল, সরকারি মা ও শিশু কেন্দ্র, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাস, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ শতাধিক ক্লিনিক ও ডায়গিনষ্টিক সেন্টারসহ ২০ হাজারের অধিক পরিবার। অথচ এই সড়কটি এখন ওই সব প্রতিষ্ঠান এবং স্থানীদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ কিলো মিটার দীর্ঘ এই সড়কটি উচু নিচু ও খানা খন্দে চলাচলের অযোগ্য হয়ে গেছে। বিশেষ করে ওই সড়কের প্রবেশপথ পাবলিক হেলথ এলাকায় কয়েকশত মিটার এলাকায় একটু বৃষ্টি নামলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিদারুন ভোগান্তির মধ্যে দিন অতিবাহিত করছে।
পথচারী, রিকশা চালক ও স্থানীয় ব্যবসীরা বলেন, বছরের পর বছর ধরে তারা এই দূর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি রাজবাড়ী পৌরসভাকে অবিহিত করার পরও হচ্ছে না কাজের কাজ। নেয়া হচ্ছে না সংস্কারের কোন উদ্যোগ। তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করার দাবী জানান। সেই সাথে প্রাথমিক ভাবে পানি নিস্কাশনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করায় জামায়াতে ইসলামীকে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাজবাড়ী পৌরসভা শাখার আমীর, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য ডা. মো. হাফিজুর রহমান জানান, জনদূর্ভোগের এই চিত্র দীর্ঘ দিনের। এ থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না এ সড়ক ব্যবহারকারীরা। বিষয়টি আমাদের নজরে আসায় আমরা সড়কের পাবলিক হেলথ এলাকায় জমে থাকা পানি নিস্কাশনের উদ্যোগ নিয়েছি। এতে কিছুটা হলেও সড়ক ব্যবহারকারীরা উপকৃত হবেন।     
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসজিশে সুরার সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. মো. নুরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণে কাজ করে আসছে। যার অংশ হিসেবে এই পানি নিস্কাশনের ব্যবস্থা তারা করেছে। ফলে এ সড়ক ব্যবহারকারীরা ব্যাপক ভাবে উপকৃত হবেন।’
রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজাহারুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছেন। সেখান থেকে এখনো কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারছেন না। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। 

শীর্ষনিউজ/এ. সাঈদ