শুক্রবার, ২৩-মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • চার দফা দাবিতে মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

চার দফা দাবিতে মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

shershanews24.com

প্রকাশ : ২২ মে, ২০২৫ ০৫:৪১ অপরাহ্ন

শীর্ষনিউজ, মাদারীপুর: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনটির মাদারীপুর জেলা শাখা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কতৃক নির্ধারণ করার দাবি জানান। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঔষধ কোম্পানির সব ধরনের ঔষধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাদারীপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তশলিম হাওলাদার, মশিউর রহমান রিপন ও কার্যকরী সদস্য মো. বাতেন হাওলাদার প্রমুখ। এসময় জেলা ও উপজেলার শতাধিক ঔষধ ব্যবসায়ী অংশ নেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ