বৃহস্পতিবার, ২২-মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশী সদস্যদের অংশগ্রহণ বাহিনীর ভাবমূর্তী উজ্জ্বল করেছে: এডমিরাল এম নাজমুল

বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশী সদস্যদের অংশগ্রহণ বাহিনীর ভাবমূর্তী উজ্জ্বল করেছে: এডমিরাল এম নাজমুল

shershanews24.com

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন

শীর্ষনিউজ, যশোর: বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬ তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ২০২৫-এ, এসপিএসএসসি-২০২৫-এ এবং বিএলপিসি-২০২৫-এ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ) সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এক জমকালো আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। 
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এড. এম নাজমুল হাসান বলেন, ‘সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী। এ লক্ষ্যকে সামনে রেখেই বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে করা হয়েছে আরও দক্ষ ও যুগপোযোগী। বিমান বাহিনীর ভবিষ্যত প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। এই বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে বহু দেশী বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা। বাংলাদেশ সেনা ও নৌ বাহিনীর বৈমানিকেরা বিমান বাহিনীর একাডেমি থেকে সাফল্যজনক উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহন করছে। এ যাবত সফলতার সাথে ৩০ জন বিদেশী ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এতে বহিঃর্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমর্তি উজ্জ্বল ও সুদৃঢ় হয়েছে।’
পরিশেষে তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন । 
এড. এম নাজমুল হাসান গ্রাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরন করেন। অফিসার ক্যাডেট মোঃ মুতাসিম বিল্লাহ তানিম ৮৬ তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বর জন্য ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ লাভ করেন। এছাড়াও ৮৬ তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মাহদী হাসান তালহা ‘বিমান বাহিনী প্রধানের’ ট্রফি লাভ করেন। উল্লেখ্য যে, গ্রীষ্মকালীন টার্মে বীর উত্তম এ কে খন্দকার স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করেন।
এই কুচকাওয়াজের মাধ্যমে একজন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একডেমি সিনিয়র আন্ডার অফিসার মো. মুতাসিম বিল্লাহ তানিম আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইংপাস্ট, আকর্ষনীয় এ্যারেবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুটনৈতিক মিশনের সদস্যরা, সামরিক, বেসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


শীর্ষনিউজ/এ. সাঈদ