
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৫:১৭ অপরাহ্নশীর্ষনিউজ, নীলফামারী: জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেছেন, ‘আমরা ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ চাই। ৫ আগস্টের পর বিএনপির কিছু নেতা ভারতের হয়ে কথা বলছে। ভারতের দালালী করা শুরু করেছেন।’
আওয়ামী লীগ ১৬ বছরে বাংলাদেশের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দূর্নীতির মাধ্যমে দেশের বড় বড় প্রতিষ্টানকে ধ্বংস করেছে। তিন বিঘা করিডোর, তিস্তা, ফারাক্কা সহ অনেক কিছু ভারতকে দিয়েছে।’ আওয়ামীলীগ সম্পর্কে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরীর মেশিন ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই মেশিনের মাধ্যমে ১৬ বছরে তারা অসংখ্যক ভুয়া ও নতুন মুক্তিযোদ্ধা তৈরী করেছে। এমনকি যুবকদেরও তারা মুক্তিযোদ্ধা বানিয়েছিল।’
তিনি আজ বুধবার দুপুরে নীলফামারী আল হেলাল একাডেমীতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা কাউন্সিল উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইঞ্জি. মোসলেম উদ্দিন বলেন, ‘ক্ষমতা পরিবর্তন ও ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযোদ্ধারা একটি বড় শক্তি। দেশে মুক্তিযোদ্ধাদের গুরুত্ব অনেক। আর এই কারণে আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরীর কাজটি করেছিল।’
আগামী ২১ জুনের ঢাকা জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা পরিষদের মহাসমাবেশকে সফল করার জন্য সকল মুক্তিযোদ্ধাদের আহবান জানান তিনি।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নীলফামারী জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল ওয়ারেছ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, ডোমার উপজেলা আমীর আব্দুল হাকিম।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মন্টুকে সভাপতি ও জালাল উদ্দীনকে সেক্রেটারী করে ২০২৫-২৬ সেশনের জন্য ১৪ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ, নীলফামারী জেলা কমিটি গঠন করা হয় ।
শীর্ষনিউজ/এ. সাঈদ