মঙ্গলবার, ২০-মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • জুলাই বিপ্লবীদের হামলাকারি ও হত্যা মামলার আসামি গ্রেফতার

জুলাই বিপ্লবীদের হামলাকারি ও হত্যা মামলার আসামি গ্রেফতার

shershanews24.com

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০১:২৩ অপরাহ্ন

প্রনব কুমার পাল, কুষ্টিয়া: জুলাই বিপ্লবীদের উপর হামলাকারী হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল মীর রেজাউল ইসলাম বাবু ওরফে মাছ বাবু (৫৫), কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক (৪৭) এবং কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬) তারা সকলেই জুলাই আন্দোলনকারীদের  উপর হামলা হত্যা মামলায় এজাহারভুক্ত  আসামী বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন অভিযুক্তদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমাদের একাধিক টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আগস্টের হত্যা মামলা রয়েছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে