
shershanews24.com
প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৬:১২ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল পরবতী মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন দলের নেতা-কর্মীরা।
রবিবার (১১ মে) বিকালে নেত্রকোনার বড়বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছে খেলাফত আন্দোলনের নেতারা। এছাড়াও গতকাল শনিবার (১০ মে) মধ্যরাতে জেলা শহরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, খেলাফত আন্দোলন, এনসিপিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
জানা গেছে, ঐতিহাসিক শাপলা চত্বরে আলেম ওলামা, ছাত্র, শিক্ষক এবং ২৪ এর গণঅভ্যুত্থানে দেশপ্রেমিক ছাত্র জনতাকে নির্বিচারে গণহত্যার নির্দেশদাতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি ও তার সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টাদের প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এই খবরে নেত্রকোনা জেলা শহরে রাতেই আনন্দ মিছিল করেছে খেলাফত আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এনসিপির নেতারা। মধ্যরাতেই বড়বাজার শাহী মসজিদের সামনে থেকে খেলাফতের মিছিল বের হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ও এনসিপি মিছিল বের করে মোক্তারপাড়া জামে মসজিদের সামনে থেকে।
রবিবার দুপুরে খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আয়োজনে বড় বাজার শাহী মসজিদের পাশের সকল দোকানী ও এলাকাবাসীকে মিষ্টি খাওয়ানোর উদ্যোগ নেয় খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর নেতৃত্বে রবিবার বিকালে বড়বাজার এলাকায় মিছিল বের করে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শীর্ষনিউজ/ইমরান