সোমবার, ২৬-মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • নেত্রকোনার মানুষ সরল, একবেলা পেট ভরে খেলে প্রাণভরে হাসেন: বিভাগীয় কমিশনার

নেত্রকোনার মানুষ সরল, একবেলা পেট ভরে খেলে প্রাণভরে হাসেন: বিভাগীয় কমিশনার

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৭:৫১ অপরাহ্ন

শীর্ষনিউজ, নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৪ মে) বিকেলে প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজন করে জেলা প্রেসক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নেত্রকোনা জেলা লোকসাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। কিন্তু দুঃখজনক হলো এই জেলা এখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। এই দারিদ্রতাকে পেছনে ফেলতে হবে। এজন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে সকলকে।

নেত্রকোনার মানুষের সরলতার প্রশংসা করে তিনি বলেন, নেত্রকোনার মানুষ সহজ সরল। একবার পেটভরে ভাত খেতে পারলে প্রাণ ভরে হাসতে পারেন। এটি একটি মহৎ গুন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, এ্যাড. নুরুজ্জামান নুরু, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির সংবাদ প্রতিনিধি ভজন দাস।

শীর্ষনিউজ/এ. সাঈদ