সোমবার, ২৬-মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • পূর্বধলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে দম্পতি নিহত

পূর্বধলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে দম্পতি নিহত

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত এবং পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
পুলিশ জানায়, ব্যাটারি চালিত অটোরিকশায় চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিকে আসা প্রাণ-আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিজাম উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া মারা যান এবং তার মেয়ে ও মেয়ের মামা গুরুতর আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার জানায়, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও মেয়ে এবং মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক ও হেলপারসহ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে হেফাজতে নিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


শীর্ষনিউজ/এ. সাঈদ