রবিবার, ২৫-মে ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • মাদারীপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

মাদারীপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৪:২০ অপরাহ্ন

শীর্ষনিউজ, মাদারীপুর: মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। 

পরে একটি র‌্যালী শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব ও অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী।
এসময় জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ