রবিবার, ২৫-মে ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
  • জেলা সংবাদ
  • »
  • মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাগুরায় কিশোরের মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাগুরায় কিশোরের মৃত্যু

sheershanews.com

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, মাগুরা প্রতিনিধি: বন্ধুদের সাথে কুমার নদে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। 

নিহত কিশোর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) সকালে।  

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন হোসেন (১৫) শনিবার সকাল ১০’টার দিকে শখের বশে তার বন্ধুদের সাথে বাড়ির পাশে কুমারনদে বৃষ্টির নতুন পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক ফাঁকে নদের বালিকাটা বড় গর্তে হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে পানির গভীরে তলিয়ে যায়। 

ছেলেটি তেমন সাঁতারও জানতো না আবার তার পরনে ট্রাউজার পরিহিত ছিলো। যে কারণে সাঁতরে ওপরে উঠতে না পেরে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন সংবাদ পেয়ে দ্রুত নদীর পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করে। প্রায়ই আড়াই ঘন্টা নদীর পানিতে স্থানীয় লোকজন তল্লাশী করে তার মরদেহ উদ্ধার করে। 

উক্ত কিশোরের আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, মরদেহটি স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে, এবিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

শীর্ষনিউজ/এওয়াই