
shershanews24.com
প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৬:০০ অপরাহ্নশীর্ষনিউজ, যশোর: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকের স্বাধীনতার পাশাপাশি তাদের দায়িত্বশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাও খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়টি মাথায় রেখেই গণমাধ্যম ও সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপসাংবাদিকতা রুখে দিতে হবে।
শনিবার (২৪ মে) সকালে যশোরে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে প্রেস কাউন্সিল।
‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি একেএম আব্দুল হাকিম বিগত ফ্যাসিস্ট সরকারের ‘চেতনা ব্যবসার’ সমালোচনা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা অবশ্যই থাকবে, কিন্তু এই চেতনা নিয়ে যা করা হয়েছে তা বাড়াবাড়ি। আল্লাহ আমাদের মাফ করুন’।
তিনি বলেন, ‘সাংবাদিকতা সংশ্লিষ্ট সরকারের সব প্রতিষ্ঠান গুলোতে সাংবাদিকদের প্রতিনিধি ছিল। কিন্তু তারা গণমাধ্যম ও সাংবাদিকতার স্বার্থে কিছুই করেনি’।
সাংবাদিকসহ সব পেশাজীবীদের দলীয় রাজনীতির বিভাজনমুক্ত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাজন থেকে বের হতে না পারলে আরও ৫৩ বছর চলে যাবে, কিছুই হবে না’।
শীর্ষনিউজ/এ. সাঈদ