মঙ্গলবার, ২০-মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
  • প্রশাসন
  • »
  • ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের গেজেট আগামীকাল

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের গেজেট আগামীকাল

shershanews24.com

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৯:৪৬ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ৪৩তম বিসিএসে প্রকাশিত দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত গেজেট আগামীকাল মঙ্গলবার (২০ মে) প্রকাশ হবে।

সোমবার রাতে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন।

সেজন্য প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে চূড়ান্ত সুপারিশ দিয়েছে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি। এই কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত গেজেটে এই ২২৭ জনের নাম বাদ গেলে পরদিন (৩১ ডিসেম্বর) তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ২ জানুয়ারি তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হয়।

এরপর ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের অভিযোগ না থাকলে তারা নিয়োগ পাবেন।

শীর্ষনিউজ/ এ. সাঈদ