০৯:৫৬ অপরাহ্ন শুক্রবার, ২৩-মে ২০২৫

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে হাউস আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে)  বেলা সাড়ে ১১ টার দিকে তার  নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মারা যান তিনি। হাউস আলী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

হাউস আলীর বড় ভাই গিয়াস উদ্দিন জানান, ‘গ্র্যান্ডিং মেশিন দিয়ে নিজ বাড়ির স্টিলের দরজা কাটছিলো সে। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে গাংনী  হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ