০৫:৩৮ অপরাহ্ন শুক্রবার, ২৩-মে ২০২৫

৪৮তম বিশেষ বিসিএস নতুন সিলেবাসে : পিএসসি

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে জনবল নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএস হবে এ সিলেবাসে।

বুধবার (২১ মে) সিলেবাস প্রকাশ করে পিএসসি বিধিমালার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী– বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া, ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেবাস বিশ্লেষণে দেখা যায়– বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি বিষয় আগের মতো থাকলেও বদল হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। এতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা যুক্ত করা হয়েছে।

পিএসসি সূত্র থেকে জানা গেছে, সিলেবাসটি ৪৮তম বিশেষ বিসিএসের জন্য হলেও এর অনেক কিছু আগামীতে রাখা হতে পারে। বাংলাদেশ বিষয়াবলিতে বিশেষ করে বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো কিছু ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশের সিভিল সার্ভিসের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সিভিল সার্ভিসের বিষয় যুক্ত করা হয়েছে।

পিএসসির এক সদস্য বলেন, সিলেবাসে ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান’ না এলে তা হতো অস্বাভাবিক। এটা বাংলাদেশের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ থেকে ১৫-২০ বছর পরও ইতিহাসের অবিচ্ছেদ্য এ অংশ বিসিএসের সিলেবাসে সমান অর্থবহ থাকবে।

বিশেষ বিসিএসগুলো সাধারণত দ্রুততম সময়ে শেষ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য এ বিশেষ বিসিএস চলতি বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

জুনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারলে ছয় মাস সময় পাবে পিএসসি। এ সময়ের মধ্যে বিশেষ বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

শীর্ষনিউজ/এনআরএফ