শীর্ষনিউজ, ঢাকা : জুলাই আন্দোলনে যারা হত্যা করেছে তারাই আবার এই ঘটনার তদন্ত করছে। তাহলে কিভাবে সত্য উদঘাটন হবে? কিভাবে বিচার হবে? মুহতাসির রহমান আলিফের বাবা শহীদ গাজীউর রহমান আওয়ামী দোসর আমলাদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২০ মে) জুলাই ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য। আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করে ‘জুলাই ঐক্য’ সংগঠনটি।
শীর্ষনিউজ/এনআরএফ