১২:০৪ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

সাম্যের পৃথিবী গড়ার কবি: কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৮:৫১ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা:  আজ ১১ জ্যৈষ্ঠ, প্রেম, দ্রোহ, সাম্য ও জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন। শব্দের আগুনে নিপীড়নের মুখে দাঁড়িয়ে যিনি গেয়েছেন মানুষের মুক্তির গান, জীবনের প্রতিটি বাঁকে যিনি হয়ে উঠেছেন বাঙালির আত্মার কণ্ঠস্বর।

‘দুখু মিয়া’ নামে পরিচিত নজরুল জীবন শুরু করেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে। সেনাবাহিনীতে সৈনিকের জীবন শেষে সাহিত্যেই খুঁজে নেন নিজস্ব বিপ্লব। মাত্র কয়েক বছরের মধ্যেই রচনা করেন ‘বিদ্রোহী’, ‘ভাঙার গান’, ‘কামাল পাশা’—যেগুলো বাংলা সাহিত্যকে দেয় নতুন ভাষা ও প্রতিবাদের দিগন্ত।

তার সৃষ্টির কেন্দ্রে ছিল মানুষ। ধর্ম-বর্ণ-লিঙ্গভেদ ভুলে তিনি গেয়েছেন সাম্যের গান। নারীকে প্রেম ও মায়ার প্রতীক নয়, সংগ্রামের যোদ্ধা হিসেবে তুলে ধরেছেন কবিতায় ও গানে। আজও বৈষম্য, নিপীড়ন ও সংকটে তার রচনা হয়ে ওঠে আশ্রয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালে নজরুলকে স্বপরিবারে বাংলাদেশে আনা হয়। তাকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট, বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক। ১৯৭৬ সালের ২৯ আগস্ট, ঢাকাতেই এই মহান কবির জীবনাবসান ঘটে।

নজরুল আজ নেই, কিন্তু তার উচ্চারণ আজও বাঁচে আমাদের সংকটে, আমাদের প্রতিরোধে— “আমি চির বিদ্রোহী বীর...”
শীর্ষনিউজ/এনআরএফ