শীর্ষনিউজ, ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে। রোববার দেশটির পেনাং রাজ্যের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। এছাড়া মোট আটক হওয়াদের মধ্যে ২০ জন নারী।
রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেন, ‘কোমতার কমপ্লেক্সের দ্বিতীয় তলা ও বাটারওয়ার্থের পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথম তলায় অভিযান চালানো হয়। এ সময় ২২৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ২০ থেকে ৫০ বছর বয়সি ৪১ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটককৃতদের মধ্যে ৪৮ জনই মিয়ানমারের নাগরিক। এর মধ্যে পুরুষ ৩৫ ও নারী ১৩ জন। এছাড়া অভিযানে সাত ইন্দোনেশিয়ান নারী, পাঁচ বাংলাদেশি পুরুষ এবং একজন পাকিস্তানি পুরুষ রয়েছেন।’
শীর্ষনিউজ