শীর্ষনিউজ, ঢাকা : শেষ চার ম্যাচে একটিও জয় পায়নি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল। মৌসুমের শেষ দিকে অনিশ্চিত অবস্থায় রয়েছে। ব্রাইটনের বিপক্ষে ৩-২ গোলে হারার পর নতুন ম্যানেজার আর্নে স্লট দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত।
ব্রাইটনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় লিভারপুল। ৯ মিনিটে হার্ভে অ্যালিয়টের গোলে এগিয়ে যায় অলরেডরা। ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির গোলে সমতায় ফেরে ব্রাইটন।
ম্যাচের প্রথমার্ধে ডমিনিক সাবোসলাই আবারো এগিয়ে দেয় লিভারপুলকে। তবে ৬৯ মিনিটে জাপানিস উইঙ্গার কাওরু মিতোমার গোলে আবারো সমতায় ফেরে ব্রাইটন। এরপর ৮৫ মিনিটে ইংলিশ উইঙ্গার জ্যাক হিনশেলউড ব্রাইটনের স্কোর শিটে নাম তোলেন । বাকি সময়ে গোল শোধে মারিয়া থাকলেও শেষ রক্ষা হয়নি লিভারপুলের। এই জয়ে টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে ব্রাইটন।
শীর্ষনিউজ/এনআরএফ