শীর্ষনিউজ, ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি খেলতে গিয়েছে বাংলাদেশ। শনিবার (১৭ মে) শারজাহতে প্রথম ম্যাচে বাংলাদেশ অনায়েসে জয় পায় ২৭ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল সোমবার (১৯ মে) একই মাঠে অনুষ্ঠিত হবে।
তবে সিরিজে আরো একটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এজন্য সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যতটুকু জানা গেছে, এমিরেটস ক্রিকেট বোর্ডও খেলতে আগ্রহ দেখিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস এ খবর নিশ্চিত করেছেন।
প্রথম ম্যাচে ১৯১ রানের পুঁজি গড়ে তোলার পরই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ টাইগার বোলারদের ফাঁকি দিয়ে ১৯২ রান করা এত সহজ হওয়ার কথা নয় আরব আমিরাতের ব্যাটারদের জন্য। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২০ ওভারের শেষ বলে গিয়ে ১৬৪ রানে অলআউট হলো আরব আমিরাত। ফলে এক জয়ে ২ ম্যাচের সিরিজ শুরু করে বাংলাদেশ।
সামনে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ বাংলাদেশের। আর এ কারণেই একটি বাড়তি ম্যাচ খেলতে আগ্রহী টাইগাররা।
শীর্ষনিউজ/ বান্না