০৭:১৫ অপরাহ্ন রবিবার, ১৮-মে ২০২৫

এবার আইপিএলকে ‘না’ করে দিলেন ডু প্লেসি-ফেরেইরা

প্রকাশ : ১৭ মে, ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : মিচেল স্টার্কের পর আইপিএলের চলতি আসরে আর খেলবেন না বলে জানিয়েছেন ফাফ ডু প্লেসিও। এর ফলে আবারও বড় ধাক্কা খেলো দিল্লি ক্যাপিটালস।
প্রোটিয়া এই তারকা ব্যাটার  আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটারের পাশাপাশি আরেক প্রোটিয়া ডোনোভান ফেরেইরাও একই পথ বেছে নিয়েছেন।
এর আগে জ্যাক দিল্লির অস্ট্রেলিয়ান টপঅর্ডার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক আইপিএলের এ আসরের বাকি অংশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এসব বিদেশি ক্রিাকটারদের হারিয়ে চাপের মুখে পড়েছে দিল্লি ক্যাপিটালস।
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে এক সপ্তাহ স্থগিত রাখার পর আজ শনিবার পুনরায় টুর্নামেন্ট শুরু হবে আইপিএল। রাতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স  ও  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাকি অংশের খেলা শুরু হওয়ার আগেই বিদেশি ক্রিকেটারদের হারাতে শুরু করে দিল্লী ।

ক্রিকইনফো এক প্রতিবেদনে বলেছে, দিল্লিতে এখন মাত্র ৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন- সিদিকুল্লাহ আতাল, ত্রিস্তান স্টাবস ও দুষ্মান্ত চামিরা। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান যোগ দিলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে ৪।

এই পরিস্থিতিতে দিল্লির হাতে বিদেশি খেলোয়াড় প্রায় নেই বললেই চলে। তাই তাদের আরও কিছু পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার দিকেই হয়তো ঝুঁকতে হবে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে চাইবে  লোকেশ রাহুল-অক্ষর প্যাটেলরা।

শীর্ষনিউজ/এনআরএফ