০২:০৭ পূর্বাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

সালাহর বিশ্বাস ব্যালন ডি’অর জিতবেন

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: অসাধারণ এক মৌসুম কাটিয়ে এবার ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন দেখছেন লিভারপুল তারকা  মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে শিরোপা জেতানো এবং ব্যক্তিগত পারফরম্যান্সও নজরকাড়া , সব মিলিয়ে সালাহর বিশ্বাস, এ বছর তার হাতে উঠতে পারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কারটি। বিইনস্পোর্টস

৩২ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড লিভারপুলের হয়ে ২০২৪-২৫ মৌসুমে ২৮ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন। মোট ৪৬ গোল অবদান তার। তিনি গড়েছেন ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সর্বোচ্চ গোল ইনভলভমেন্টের নতুন রেকর্ড। আর মাত্র এক অবদান হলেই তিনি স্পর্শ করবেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের যুগান্তকারী ৪৭ গোল অবদানের রেকর্ড।

এ নিয়ে সালাহ বলেন, আমি চাই একদিন এটা (ব্যালন ডি'অর) জিততে। আগে এটা আমাকে পাগল করে দিতো, কিন্তু এখন আমি বুঝি সব কিছু হাতে থাকে না। তবে এবার আমার ভালো সুযোগ আছে, দেখা যাক কী হয়।

অথচ মৌসুম শুরুর সময়টা ছিল অনিশ্চয়তায় ভরা। সালাহর আগের চুক্তি শেষ হতে যাচ্ছিল জুনেই। তখন অনেকেই ভেবেছিলেন, ক্লাবের দর্শন অনুযায়ী ৩০ পেরুনো খেলোয়াড়দের নতুন চুক্তি দেয়ার সম্ভাবনা কম, সালাহও নিজে তেমনটাই মনে করতেন।

তবে সময়ের সঙ্গে পাল্টায় দৃশ্যপট। ছয় মাস দীর্ঘ আলোচনা শেষে এপ্রিল মাসে অ্যানফিল্ডে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন সালাহ। এখন তার লক্ষ্য, নিজের ট্রফি ক্যাবিনেটে আরও কয়েকটি শিরোপা যোগ করা।

তিনি বলেন, আমি সত্যিই চাই আবার চ্যাম্পিয়নস লিগ জিততে। প্রিমিয়ার লিগ জেতাও দারুণ, কিন্তু দুটোই চাই একসঙ্গে।

আগে একবার, ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে গোল এবং অ্যাসিস্ট দুই বিভাগেই শীর্ষে থেকে ইতিহাস গড়েছিলেন সালাহ। এবার তিনি সেই কীর্তি দ্বিতীয়বার অর্জনের দ্বারপ্রান্তে। যদি তা হয়, তবে তিনিই হবেন প্রথম খেলোয়াড় যিনি দুই মৌসুমে একইসঙ্গে গোল ও অ্যাসিস্ট লিডার হিসেবে মৌসুম শেষ করবেন।

শীর্ষনিউজ/এনআরএফ