০২:০২ পূর্বাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

বৃষ্টিতে ভেসে গেলো কেকেআরের প্লে-অফের স্বপ্ন

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিতেতই হতো কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু বৃষ্টি কেড়ে নিলো কেকেআরের এ মৌসুমের শিরোপা স্বপ্ন। কারণ তুমল বৃষ্টিতে টস পর্যন্ত হতে পারেনি, বল গড়ানো তো দূরে থাক।

শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করতে হলো বেঙ্গালুরু আর কলকাতার ম্যাচ। ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে-অফ খেলার আশাও শেষ হয়ে গেল আজিঙ্কা রাহানের দলের। 

শনিবার সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। ফলে নির্ধারিত সময় টস করাও সম্ভব হয়নি। রাত সাড়ে ৯টা নাগাদ বৃষ্টি থামে। মাঠ শুকনো করার কাজ শুরু করেন মাঠকর্মীরা। খেলা শুরুর আশা তৈরি হয়। কিন্তু ১৫ মিনিট পর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত রাত পৌনে ১১টায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এই ম্যাচ বাতিল হওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হল কেকেআরের। অন্যদিকে, ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বেঙ্গালুরু। আর একটি ম্যাচ বাকি কেকেআরের। ওটা জিতলেও আরও কোনো লাভ হবে না তাদের।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে গত ৯মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যুদ্ধ বিরতি কার্যকরের পর  শনিবার থেকেই আবার খেলা শুরু হল। কিন্তু ৯ দিন বিরতির পর আইপিএলের প্রথম ম্যাচই ভাসল বৃষ্টিতে। স্বাভাবিক ভাবেই হতাশ দু’দলের ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীরা।
শীর্ষনিউজ/এনআরএফ