১২:৪৩ পূর্বাহ্ন রবিবার, ১১-মে ২০২৫

শেষ ম্যাচে হারের দেখা পেলো বাংলাদেশ

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক: 

সফরকারী কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ আলঅফিসিয়াল একদিনের ম্যাচে ৪২ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। 

আজ শনিবার সিলেটে টসে জিতে প্রথমে ফিল্ডিং করে সফরকারীরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে টাইগাররা। দুই ওপেনার দ্রুতই বিদায় নেন। মোহাম্মদ নাইম ৪ ও আনামুল হক বিজয় দুই রানে সাজঘরে ফেরেন। এরপর সাইফ-রাব্বি কিছুটা বিপর্যয় সামলালেও দলীয় ৫৩ রানে সাইফ বিদায় নেন।  আফিফ হোসেন ও দ্রুত বিদায় নেন। তিনি ফেরার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করেন।

৫৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলী। একটা প্রান্ত ধরে খেলতে থাকেন। এর মধ্যে নুরুল হাসান সোহান (১২), মোসাদ্দেক হোসেনরা (৪) ফিরে যান। ৬৫ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৩ রান করে আউট হন ইয়াসির।

১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে আট নম্বর ব্যাটার নাসুম আহমেদের বীরত্ব। বাকি বোলারদের নিয়ে ৪৮তম ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান নাসুম। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হন। ৯৭ বল খেলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৭ রান করেন নাসুম। উজিল্যান্ডের আদিত্য অশোক ৪৪ রানে শিকার করেন ৩টি উইকেট।

জবাব দিতে নেমে ব্যাট করেতে এসে দারুন শুরু করেন সফরকারী দুই ওপেনার। উদ্বোধনী জুটি করে ৭৭ রান। নাসুমের শিকার হন মারু। এরপর ফিলিপ্স ফেরেন দ্রুতই। নাইমের বলে বোল্ড হন তিনি।  

ছোট ছোট পার্টনারশিপে লক্ষে পৌছে যায় সফরকারীরা। ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড ‘এ’ দল। 

কিউইদের পক্ষে সর্বোচ্চ ড্যান ফক্সক্রফট ৩৬ ও গ্লেন ফিলিপস ৩৪ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে নাসুম-নাঈম-মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।

শীর্ষ নিউজ/এনআরএফ

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব