০৩:৩৪ অপরাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে গাজা

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৯:৪৮ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: এই সংকটময় পরিস্থিতির মধ্যে, প্রতিদিনই ফিলিস্তিনিরা খাবার ও পানীয় জলের জন্য সংগ্রাম করছে। যেসব স্থানীয় কমিউনিটি কিচেন এখনও কোনওভাবে চালু আছে, সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে ক্ষুধার্ত মানুষ অল্প কিছু খাবারের জন্য অপেক্ষা করছে। যে সামান্য পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করছে তা মানবিক বিপর্যয় ঠেকাতে পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে।

আলজাজিরা জানায়, গাজায় খাবার পানির অভাব খুবই গুরুতর। প্রায় ৮০ দিন ধরে গাজায় জ্বালানির প্রবেশ নিষিদ্ধ থাকায় পানি পরিশোধনের মতো মৌলিক সেবাও ভেঙে পড়েছে। গত দুই দিনে যে পরিমাণ খাদ্য বা ত্রাণ গাজায় প্রবেশ করেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে তা একেবারেই অপ্রতুল। এই সীমিত সহায়তা কয়েক মাস ধরে চলা ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় কোনোভাবেই যথেষ্ট নয়।

বিশেষ করে আহত রোগী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠী গুরুতর স্বাস্থ্য সংকটে রয়েছে। হাসপাতালে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে তারা জীবন হারাতে পারে বা জটিল রোগে আক্রান্ত হতে পারে।

এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ এটি একটি পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে।
শীর্ষনিউজ/এনআরএফ