১২:০৭ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

লন্ডনের ব্রেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তিন সন্তানের মৃত্যু

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৯:২৩ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : লন্ডনের ব্রেন্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম লন্ডনের স্টোনব্রিজের টিলেট ক্লোজ এলাকায়। শনিবার (২৫ মে) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ১টা ২০ মিনিটে আগুন লাগে বাড়িটিতে। খবর-মিরর

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে মিরর জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ৪১ বছর বয়সী এক নারী, তার ১৫ বছর বয়সী কন্যা এবং ৮ ও ৪ বছর বয়সী দুই পুত্র। শুরুতে পুলিশ ধারণা করেছিল তিন শিশুই ছেলে, তবে পরে তা সংশোধন করা হয়।

একই পরিবারের আরও দুই সদস্য—৭০ বছরের এক নারী ও এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকেই ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

ভয়াবহ আগুনে তিনতলা বিশিষ্ট দুটি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেনডেন্ট স্টিভ অ্যালেন নিশ্চিত করেছেন, নিহত নারীই ছিলেন ওই তিন সন্তানের মা।

অগ্নিকাণ্ডের ফুটেজে দেখা গেছে, কীভাবে আগুন মুহূর্তে পুরো বাড়ি গ্রাস করে নেয়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোকাহত ও আতঙ্কিত।

শীর্ষনিউজ/এনআরএফ

এই পাতার আরো খবর