১১:৪২ অপরাহ্ন শনিবার, ১০-মে ২০২৫

দেশজুড়ে হচ্ছে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন ও কারখানা

প্রকাশ : ০৬ মে, ২০২৫ ০৪:২৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক পেয়েছে ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। যৌথ অংশীদার হিসাবে এ বিনিয়োগ করছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড। ফাস্টপাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশজুড়ে ইলেকট্রিক ভেহিকল (EV) চার্জিং স্টেশন, অ্যাসেম্বলি লাইন ও কারখানা স্থাপন করা হবে।

চীনের গুয়াংজুতে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়। এতে ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন স্টেডফাস্টের পরিচালক অর্ণব মুস্তাফা, প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এবং এনইউসিএলের কর্মকর্তারা।

চুক্তির আওতায়, ‘ইআরইভি’ ও ‘পিএইচইভি’ প্রযুক্তির গাড়ির জন্য দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াতে গতি আনতে চায় প্রতিষ্ঠানগুলো। 

বিশ্লেষকদের মতে, এটি দেশে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। কেএম রিদওয়ানুল বারী জিয়ন জানান, নতুন বিনিয়োগের মাধ্যমে লিথিয়াম আয়রন ফসফেট ও সৌরশক্তি নির্ভর ব্যাটারি প্রযুক্তিতে কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য অর্থনৈতিক অঞ্চলে জায়গা বাছাই চলছে।

শীর্ষনিউজ

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব