০১:০০ পূর্বাহ্ন রবিবার, ১১-মে ২০২৫

বন্ধ হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক:
পাকিস্তানে ভারতের হামলা মানেই যেন বলিউডে সিনেমা নির্মাণের মহোৎসব। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। 
এই অভিযান শুরু হতে না হতেই বলিউডে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। এ খবরে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিতর্কের মুখে সিনেমা বানাতে চাওয়া উত্তম মাহেশ্বরী এবার ক্ষমা চাইলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
‘অপারেশন সিঁদুর’শুরু হওয়ার দুই দিনের মধ্যই অভিযান নিয়ে সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। যে ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।
গত শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেন তাঁরা। আর সেই পোস্টার দেখেই বেজায় চটেছে নেটপাড়ার একাংশ। দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বেজায় বিপাকে পড়েছেন দুই পরিচালক। নেটপাড়ায় নিন্দা, কটাক্ষের ঝড়। এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন উত্তম মাহেশ্বরী।

পরিচালকের কথায়, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারন হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টারও মুছে দিয়েছেন নির্মাতা।   

শীর্ষনিউজ/মৌসুমী খানম

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব