শীর্ষনিউজ, ঢাকাঃ দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে অন্তর্বর্তী প্রশাসন পেলো রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এ সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ দেয়া হলো।
এতে আরও বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাবেক সমন্বয়কই প্রশাসক, মিলতে পারে অভিজ্ঞতার সুবিধা
অধ্যাপক এ কে এম ইলিয়াস এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষের পাশাপাশি সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। ফলে সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও একাডেমিক বাস্তবতা সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। ধারণা করা হচ্ছে, এ অভিজ্ঞতাই তাকে প্রশাসক হিসেবে নির্বাচনের অন্যতম কারণ।
বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে সাত কলেজ যাত্রা শুরু করলেও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ এখন সময়ের দাবি। সাত কলেজের সংকট নিরসনে প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াসের কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গতকাল রোববার (১৮ মে) সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারার আওতায় তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত রেখে এবং অন্য যেকোনও পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ইলিয়াস পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।
শীর্ষনিউজ/এওয়াই